সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

সৌন্দর্য আসলে কী ?

যদি মনে হয় তোমায়দেখতে সুন্দর নয়, যেতোমাকে ভালবাসে তার কাছেই পাবেতোমার পরিচয় সমাজেরমাপকাঠিতে যে সবচেয়ে কুরুপীহয় সে তার মায়েরসবচেয়ে সুন্দর সন্তান হয় যারকর্মদক্ষতা বেশি নয়, সবারচোখে যে অজগ্য হয়, সে তার সন্তানের কাছেতার সবচেয়ে সুন্দর পিতাহয় যাকেকাউর পছন্দ নয়, সেঅন্তত একজনের প্রিয় হয় সৌন্দর্যেরসর্বপরী মাপকাঠি আসলে কিছুইনয়



কেন সুন্দর হতে চাইছ
তোমারকি নেই সৌন্দর্য ?
কখনও তার চোখ দিয়েদেখ
তব প্রেমমোহে যার নাম সুবাসিত
দেখবেতুমিই তার কাছে সৌন্দর্যসম্পুন্ন

তার চোখে তোমার আপনপ্রতিচ্ছবি দেখ
সে আখিপাতে এখন নিজেকে দেখতেথাক
তখন তার চোখে তোমারছবি দেখ
যখন পরবে তার চোখেতোমার চোখেরআলো
দেখবেতুমিই তার চোখে সৌন্দর্যসম্পুন্ন

কমল যেমন সৌন্দর্যে বিকশিত
ঘোলা জলের উপরে সেনিজ মনে স্ফুটিত
তুমি তার জীবনের সেইকমল পুষ্প
সব দোষ, ক্রটির উপরেতুমি তার প্রেমমুগ্ধ
কারন তুমিই তার কাছেসৌন্দর্যসম্পুন্ন

চাদেরদাগের সাথেই তার সৌন্দর্যেরপরিচয়
তোমারওই দোষ, ক্রটির সাথেইতোমায় সুন্দর দেখায়
যেগুলোকেকাউর কখনও ছিল নাপছন্দ
এখন তার সাথেই ফুটেওঠে তোমার সৌন্দর্য
কারন তুমিই তার চোখেসৌন্দর্যসম্পুন্ন

শুধু তার আপনসৌন্দর্যের পরিচয়
সবকিছুরউর্দ্ধে সে তোমার সৌন্দর্যখুঁজে পায়
তুমি শুধু সুন্দর নও, তুমি সুন্দর তার জন্য
কেউ মূল্য না দিলেও, তুমি তার শেষ পছন্দ
কারন তুমিই তার কাছেসৌন্দর্যসম্পুন্ন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন