সুন্দর জগতে আর কী আছে ? শুধু একজনের চোখই তাকে সুন্দর করে থাকে তার থেকে। তার প্রেমকে পৃথিবীর যা কিছুর সঙ্গে তুলনা করুক না কেন সে তার চেয়েও বেশি সুন্দর হবে। তা এই আকাশই হোক না কেন, এই ভূমিই হোক না কেন, তা কোন সকালই হোক না কেন, তা কোন সন্ধ্যাই হোক না কেন, কোন জোছনা রাতই হোক না কেন, ঈশ্বরের সমস্ত সৃষ্টিই হোক না কেন সেই প্রেম তাদের সবথেকে বেশি সুন্দর। যেভাবে সন্তান তার মার কাছে সুন্দর। সেই প্রেমই অপরূপ সুন্দর, সে স্বয়ংই সৌন্দর্য, তাকে ভালবাস।
পৃথিবীরসমস্ত কিছুর চেয়ে তুমিসুন্দর,
সমস্তসৃষ্টির চেয়ে বেশি সুন্দর,
সমস্তফুলের চেয়ে তুমি সুন্দর,
কোন সুন্দর শ্রান্তিময় সকালেরচেয়ে,
সূর্যঅস্ত যাওয়া বিকালের চেয়ে,
জোনাকিখেলা করা রাতের চেয়ে,
তুমি বেশি সুন্দর।
মেঘ খেলা করা ঐআকাশের চেয়ে,
বাতাসেরমৃদু, মন্দ গায়ে লাগাহওয়ার চেয়ে,
বনের ফুল, ফল তারবৌচিত্রের চেয়ে,
তুমি বেশি সুন্দর।
গীতারউপদেশের চেয়েও,
কোরানেরপবিত্রতার চেয়েও,
ঈশ্বরেরকরুনার চেয়েও
তুমি বেশি সুন্দর।
আকাশেরতারাদের চেয়েও
ঐ চোখদুটি আরও বেশি সুন্দর।
হাজারগোলাপের ভালবাসার চেয়েও
ঐ ঠোটদুটি আরও বেশি সুন্দর।
পূর্ণপূর্নিমা রাতের চাদের চেয়েও
ঐ মুখটি আরও বেশিসুন্দর।
তুমি খুব সুন্দর।
জগতেরসবকিছু চেয়েও
তুমি আরও বেশি সুন্দর।
আরও কিছু সুন্দর সৃষ্টিহলেও
তুমি তার চেয়েও বেশিসুন্দর।
তুমি ঈশ্বরের কল্পনার চেয়েও
আরও বেশি সুন্দর।
তুমি খুব সুন্দর।
তুমি অতি সুন্দর, তুমি স্বয়ং সুন্দর
তুমি স্বয়ং সৌন্দর্য।
তুমি পর্যাপ্ত সুন্দর
তুমি খুব সুন্দর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন